Monday, 24 June 2019

"Sanskritik Shandya"

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে আর.এস.বি.টি. কোচিং সেন্টারের উদ্যোগে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা ও অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠান হয়ে গেল।অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমাজসেবী সালাউদ্দিন আহমেদ।সকাল থেকে অঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে ২৪x৭ নিউজ বেঙ্গল ওয়েব পোর্টাল থেকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় অভিনেতা ও সমাজকর্মী ববি চক্রবর্তী, প্রযোজক অয়নজিৎ সেন, অভিনেত্রী পূজা গাঙ্গুলি, সুকন্যা দত্ত, সুরকার ইন্দ্রজিৎ দে ইন্দ্র, গায়িকা সুমনা সামন্ত মুখার্জী, রুমা ব্যানার্জী, বাচিক শিল্পী চৈতালি মল্লিক, সমাজসেবী কপিলানন্দ মন্ডল, নন্দিতা পাঠক, শ্রীকৃতি চন্দ, ড: সুজাতা ভট্টাচার্য, তাপসী রায় নন্দন, আজাদ আলি, শিক্ষাবিদ সাইফুল ইসলাম লস্কর, ফ্যাশন ডিজাইনার হাসান হেনা হাসান, সাংবাদিক নৌশাদ মল্লিক, গল্পকার ডা: কৌশিক রায় চৌধুরী, চিত্রশিল্পী আব্দুল ওদুদ, মহেশ হালদার প্রমুখ।উপস্থিত ছিলেন পরিচালক গোলাম মোর্তজা, গায়ক পলাশ চৌধুরী, চিত্রশিল্পী পম্পা বৈরাগী, মহম্মদ রফি  ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেবাশিষ চক্রবর্তী, প্রমুখ।

অনুষ্ঠানে সুমনা ও ইন্দ্রজিৎ দের যুগলবন্দি সঙ্গীত পরিবেশন শ্রোতাদের মুগ্ধ করে। শ্রুতিনাটক পরিবেশন করেন নৌশাদ মল্লিক ও চৈতালি মল্লিক।সঙ্গীত পরিবেশন করে সকলের মন জয় করে নেন-সুমন বসু ও সুশান্ত বসু, চন্দন ডোডো রায়, তাপসী রায় নন্দন, প্রমুখ।নৃত্যে সকলকে মুগ্ধ করেন অলঙ্কৃতা রায়, আল্পনা মন্ডল।সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন চন্দন ডোডো রায়.


No comments:

Post a Comment