Sunday, 2 February 2020

রক্ত দান জীবন দান'.এই উদ্যোগ নিয়ে 2রা ফেব্রুয়ারী দমদম ক্যান্টোমেন্ট সংলগ্ন  এলাকায় নেতাজি  সুভাষ চন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা  অনুষ্ঠান ।।
নেতাজি সুভাষ চন্দ্র বসু সেবা সংস্থান  সুপ্রসিদ্ধ সমাজ সেবা সংস্থান ।
সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত্ ছিলেন তন্ময় ভট্টাচার্য (বিধায়ক), সোনিয়া দে,অরূপ ধর,সোমা ভট্টাচার্য, রতন সোম (কলকাতা পুলিশ আধিকারিক)। ছিলেন প্রখ্যাত অভিনেতা সুপ্রিয় দত্ত ও আর গন্য মান্য ব্যক্তি বর্গ।
উল্লিখিত যে একজন ক্যান্সারের রোগী সুভমিতা সাহা নিজের সঞ্চিত অর্থ দিয়ে এই সংস্থাকে একটি স্ট্রেচার এবং হুইল চেয়ার দান করেন। জানালেন সম্পাদক সুভাষ পাল।



আর উদ্যোগতারা  হলেন- সুভাষ পাল,জয়ন্ত সাহা,বাবুদেব দাস,দীপাক দাস,রাজু দে,শ্যামল  দাস, বাপি মিত্র.শম্ভুনাথ সাহা,শিবনাথ সাহা (সভাপতি ) প্রমুখ।
হ্যালো কোলকাতার কর্ণোদ্ধার আশিস বসাক এই মহৎ কাজের জন্য এই সংস্থাকে শংসাপত্র প্রদান করেন এবং তাদের হাতে তুলে দেন  প্রখ্যাত অভিনেতা  সুপ্রিয় দত্ত।



No comments:

Post a Comment

আবার প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন অধীর চৌধুরী

    আবার প্রদেশ কংগ্রেস এর সভাপতি হলেন অধীর চৌধুরী ।  বঙ্গ রাজনীতি তে আরো এক সমীকরণ যোগ হল।  পুরনো সৈনিকেই ফের ভরসা রাখল প্রদেশ কংগ্রেস এবং ...