Wednesday 9 September 2020

আবার প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন অধীর চৌধুরী

  আবার প্রদেশ কংগ্রেস এর সভাপতি হলেন অধীর চৌধুরী ।  বঙ্গ রাজনীতি তে আরো এক সমীকরণ যোগ হল।  পুরনো সৈনিকেই ফের ভরসা রাখল প্রদেশ কংগ্রেস এবং হাইকম্যান্ড। প্রয়াত সোমেন মিত্রর পর প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন বহরমপুরের সাংসদ, লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরি (Adhir Ranjan Cjhowdhury)। আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলসোমেন মিত্রর প্রয়াণের পর থেকে নতুন প্রদেশ কংগ্রেস নেতা বাছতে কার্যত হিমশিম খেতে হয় কংগ্রেস হাইকম্যান্ডকে। কথা ছিল, বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যকেই আনা হবে ওই পদে। কিন্তু শেষ মুহূর্তে কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার দলনেতা আবদুল মান্নান সোনিয়া গান্ধীকে চিঠি লিখে জানান, একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যে একজন লড়াকু নেতা দরকার, যাঁর নেতৃত্বে লড়বে কংগ্রেস। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে হাইকম্য়ান্ডও। প্রদীপ ভট্টাচার্যকে সরিয়ে সভাপতির পদে ফেরেন বহরমপুরের ডাকসাইটে সাংসদ। এর আগে তিনি ২০১৪-১৮ পর্যন্ত অধীর চৌধুরিই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এখন দেখার বঙ্গ রাজনীতিতে কি কি সমীকরণ কি কি নতুন খেলা দেখা যায় ।

আবার প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন অধীর চৌধুরী

    আবার প্রদেশ কংগ্রেস এর সভাপতি হলেন অধীর চৌধুরী ।  বঙ্গ রাজনীতি তে আরো এক সমীকরণ যোগ হল।  পুরনো সৈনিকেই ফের ভরসা রাখল প্রদেশ কংগ্রেস এবং ...